শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

মাদারীপুরের লাইসেন্সবিহীন নছিমন রাস্তায় চলাচল বন্ধ করতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের শিবচরে আজ রবিবার সকালে লাইসেন্স বিহীন অবৈধ নছিমন/মাহিদ্রা রাস্তায় চলাচল বন্ধ করতে মানববন্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে স্থানীয় শিক্ষক, পেশাজীবি, শ্রমিকরাও অংশগ্রহণ করে মানবন্ধনে।

মানববন্ধনকারীরা জানান, গত ১৭ই অক্টোবর বুধবার শিবচর পাওয়ার হাউস মোড়ে নিয়ন্ত্রণহীন নছিমনের ধাক্কায় কলেজ ছাত্র রুহুল (২৫) নিহত হয়। এভাবে লাইসেন্স বিহীন অবৈধ নছিমন/মাহিদ্রা চালকের অদক্ষ্যতায় মাঝে মাঝেই দূর্ঘটনা ঘটায়। তাই সাধারণ ছাত্র ও স্থানীয়রা আজ রবিবার সকালে লাইসেন্স বিহীন অবৈধ নছিমন/মাহিন্দ্রা রাস্তায় চলাচল বন্ধ করতে মানববন্ধন করেছে। এই অবৈধ নছিমন/মাহিদ্রা বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আন্দোলন কারীরা। পরে মানববন্ধনে স্থানীয় ছাত্রলীগ কর্মীরাও অংশগ্রহণ করে।

মানববন্ধনকারী এমদাদ হোসেন জানান, ঘাতক মাহিদ্রা গত বুধবার আমাদের সহপাঠী মেধাবী ছাত্র রুহুল আকনকে চাপা দিলে ঘটনাস্থলেই রুহুল মারা যায়। লাইসেন্স বিহীন এই মাহিদ্রা মাঝে মাঝে সড়কে দূর্ঘটনা ঘটায়। আমরা এই অবৈধ নছিমন/মাহিদ্রা রাস্তায় চলাচল বন্ধ করতে মানববন্ধন করছি।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, শিক্ষার্থীরা নছিমন/মাহিদ্রা বন্ধের দাবিতে এলাকায় মানববন্ধন করছে। কোন অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com