সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

মাদক সেবন ও বিক্রির দায়ে শ্রীনগরে মোবাইল কোর্টে কারাদন্ড

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে মাদক বিক্রির দায়ে মাদক সম্রাজ্ঞী শিল্পী ও তার ছেলে সহ আরও ১ জনকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকরী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ।

এসময় শ্রীনগরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগম (৫০) ৮ (আট) মাস ও তার ছেলে বিপ্লব (৩৫) ৪ মাস কারাদন্ড প্রদান করা হয়। উভয়ই উপজেলার হাসাড়া গ্রামের পিতাঃ মৃ বাবুল খান এর স্ত্রী ও পুত্র। এসময় মাদক সেবনের দায়ে পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার হাজিগাও গ্রামের বিমোদ মজুমদারের পুত্র উজ্জলকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক সাইফুল ইসলাম ভূইয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com