শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

মাদক, চোরাচালান থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স—এসপি সাইফুল

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে সদ্য যোগ দেয়া পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, মাদক ও চোরাচালানের মতো অপরাধ থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, এ মাদক নির্মুল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক নির্মুল করতে হলে পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেনী পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম আরো বলেন, লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী জেলা। এর মধ্যে ৫৪.৭৮ কিমি অরক্ষিত সীমান্ত রয়েছে। জেলাটির প্রায় চারিদিকে ভারতের সীমান্ত থাকায় মাদক ব্যবসায়ীরা খুব সহজেই ভারতের ওপার থেকে মাদক পাচার করে বাংলাদেশের ভূখন্ডে নিয়ে আসে। যদিও সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা প্রায় প্রতিদিন মাদক ব্যবসায়ীসহ চোরাকারবারিদের আটক করছে। তারপরেও থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা।

তিনি বলেন, জেলার কোথাও ছোট বড় কোন অপরাধ সংঘটিত হলে আপনারা সরাসরি পুলিশকে জানাবেন, পুলিশ তথ্য দাতার পরিচয় গোপন রাখবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার আরো বলেন, মাদকের পাশাপাশি জেলা ও উপজেলার বিভিন্ন স্পটে জুয়া খেলা হয়। এসব জুয়া খেলা বন্ধেও সকলের সহযোগীতা প্রয়োজন।

মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, যানজট, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, দাদন ব্যবসা, শহরের বিভিন্ন জায়গায় অহেতুক আড্ডা ও মাদক সেবনসহ হেলমেট পড়ে মটরসাইকেল চালানোর প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার জন্য মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের বক্তব্যে সদ্য যোগ দেয়া পুলিশ সুপারের দৃষ্টি গোচর করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদেরসহ জেলায় কর্মরত সকল ইলেন্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com