বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

মাদক কারবারির ছোঁড়া গুলিতে আহত সোর্স, আটক ১

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের ছোঁড়া গুলিতে তাদের সোর্স আব্দুল হামিদ (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুল হামিদ কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামিদ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এঘটনায় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এদিকে এঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, একটি বাড়িতে কিছু মাদকদ্রব্য মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সকালে ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও অফিসারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স আব্দুল হামিদ গুলিবিদ্ধ হন, এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এসময় ৫০ পিস ইয়াবাসহ বাড়ির মালিক নুরুজ্জামান তাগাদগিরিকে আটক করা হয়।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:সোলাইমান শেখ জানান, ঘটনার পরেই পুলিশ সেখানে উপস্থিত হয়ে একজন কে আটক করেছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।

কুষ্টিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারীদের গুলিতে তাদের একজন সোর্স আহত হয়েছেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কু‌ষ্টিয়া‌ জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক‌ মেডিকেল অফিসার (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, গুলিবিদ্ধ হয়ে সকালে আব্দুল হামিদ নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তি‌নি এখ‌নো আশঙ্কামুক্ত নন। তবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com