মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

মাটি খুঁড়তে বেরিয়ে এলো পাত্রভর্তি পুরোনো মুদ্রা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ি থেকে ১৪৩টি প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ি থেকে মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ। কেশব চন্দ্র বর্মন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ির ভেতরে শৌচাগারের স্লাব বসানোর জন্য মাটি খনন করছিল কয়েকজন শ্রমিক। মাটি খননের এক পর্যায়ে ঢাকনাযুক্ত একটি পিতলের কলস দেখতে পায় শ্রমিকরা। এ সময় শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মন ওই কলসটি খুলে তার ভেতর মুদ্রা দেখতে পান। পরে মুদ্রা ও পিতলের কলসটি শিক্ষক কেশব চন্দ্র বর্মনের কাছে হস্তান্তর করে শ্রমিকরা।

শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মন বলেন, মাটি খননের কাজ করার সময় ঢাকনাযুক্ত একটি পিতলের কলস পাওয়া যায়। কলসের ভেতরে অনেকগুলো প্রাচীন মুদ্রা ছিল। পরে সেটি শিক্ষকের কাছে দেওয়া হয়। কলসটির ওজন ছিল কমপক্ষে ৩ থেকে ৪ কেজি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ি থেকে একটি পিতলের কলস ও ১৪৩টি প্রাচীন মুদ্রা উদ্ধার করে।

এ বিষয়ে কথা বলার জন্য স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মনে হচ্ছে মুদ্রাগুলো দস্তা, ধাতব ও রুপামিশ্রিত। মুদ্রার উভয় পিঠে ফারসি, ইংরেজি ভাষা লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মোঘল বা সুলতানি আমলের মুদ্রা। মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক ও সরকারি সম্পদ হওয়ায় সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com