শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

মাজপাড়া ইউপি চেয়ারম্যান কে পুনঃবহালের দাবীতে মানববন্ধন

আশরাফুল আবেদীন,ঈশ্বদী ॥ সাময়িকভাবে বরখাস্তকৃত মাজপাড়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা জেলার ৭২ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদে পুনঃবহালের দাবীতে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার হাজার হাজার নেতা-কর্মী ও এলাকাবাসী পারখিদিরপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্তাজ আলী খা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইসারত আলী, প্যানেল চেয়ারম্যান আজগর আলী মেম্বর, জাবেদ আলী মেম্বর, শহিদুল্লাাহ মেম্বর, আওয়ামীলীগ নেতা ইকবাল শেখ ও জালাল উদ্দিনসহ অন্যান্যরা।

বক্তারা জননন্দিত ও গরীবের বন্ধু বলে খ্যাত নির্দোষ ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে বলেন, যে ইউপি চেয়ারম্যান গরীব মানুষসহ এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে ভাবেন এবং তাদের উন্নয়ণে সর্বদা কাজ করেন সেই ভালোমনের মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকার মানুষের মনে কষ্ট দিয়েছে। একই সাথে কুচক্রি মহলের কতিপয় সদস্যরা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার অংশ হিসেবে গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

বক্তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ইউপি চেয়ারম্যান গফুর মিয়াাকে পুনঃরায় চেয়ারম্যান পদে পুনঃবহালের জোর দাবী জানান। মুশলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও ভালোবাসার তাগিদে এবং সততার কারণে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার হাজার হাজার বিভিন্ন বয়সী মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করায় ষড়যন্ত্রকারীদের টনক নড়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com