শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

মাজপাড়া ইউনিয়ন আ’লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি॥

আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মিয়াকে সাময়িখভাবে বরখাস্ত করার প্রতিবাদে ও বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বক্তব্য দেন, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্তাজ আলী খান,যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল উদ্দীন খান, অধ্যক্ষ নাজমুল হক, মসজিদের পেশ ইমাম শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আফতাব হোসেন, বাকী বিল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আজগর আলী মন্ডল, ইউপি সদস্য আব্দুল আওয়াল, ইউনুস আলী, মহিদুল্লাহ, জাবেদ আলীসহ অন্যরা।

এসময় মাজপাড়া ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনে এলাকার একটি পক্ষ বিএনপির এক নেতাকে চেয়ারম্যান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করে। বক্তারা আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে দাখিল করা অভিযোগকে হাস্যকর উল্লেখ করে বক্তারা আরও বলেন, যে মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক অভিযোগকে পুঁজি করে গফুর মিযাকে বরখাস্ত করা হয়েছে সে অভিযোগটিই সঠিক না। তাই মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সদস্য এবং শিক্ষক সমাজের প্রতিনিধি, মসজিদের পেশ ইমাম ও সকল ইউপি সদস্যদের পক্ষ থেকে আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে আনিত চেয়ারম্যান পদের সাময়িক বরখাস্ত আদেশ অনতি বিলম্বে প্রত্যাহারের জোর দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com