শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা চেক পোষ্টের কর্মকর্তারা শনিবার রাতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের মাওয়া ব্রীজ সংলগ্ন বালেশ্বরী এলাকা থেকে ছয় লক্ষাধিক টাকার অবৈধ গজারী বল্লিসহ দুইটি ট্রাক আটক করেছে। ওই সময় ট্রাক চালকরা ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। আটককৃত গজারী বল্লি ভর্তি ট্রাক দুইটি জব্দ করে কালিয়াকৈর ফরেষ্ট অফিসে নিয়ে আসেন।
কালিয়াকৈর ফরেষ্ট চেক ষ্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, টাঙ্গাইল জেলার বনাঞ্চল থেকে অবৈধ গজারী বল্লি দুইটি ট্রাকে ভর্তি করে যমুনা ব্রীজ দিয়ে সিরাজগঞ্জ-পাবনা-ফরিদপুর হয়ে ঢাকা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তারা অভিযান চালিয়ে ট্রাক দুইটি আটক করেন।
চন্দ্রা বিট অফিসের বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, আটককৃত দুইটি ট্রাকে প্রায় ছয় লক্ষাধিক টাকার অবৈধ গজারী বল্লি ২শত৬২ সিফটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।