সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে রূপগঞ্জে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ থেকে:: রূপগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যানবাহন ও চালকদের জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ভুলতা গাউছিয়া সাওঘাট ফ্লাইওভার এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ আদালত-৪, এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিফা নূসরাত।

এসময় উপস্থিত ছিলেন ভুলতা হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই রিপন সহ অন্যান্য সদস্যরা।

১২টা থেকে তিনটা পর্যন্ত আদালত বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল রোধ, জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিবহনের কাগজপত্রের অনিয়ম ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরসাইকেল চালনা, রোড পারমিট ব্যতীত গাড়ি চালানো, উল্টাপথে গাড়ি চালানো সহ নানা অনিয়ম দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com