বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

মহাসড়কে ডাকাত সদস্যদের ধরতে সাদা পোশাকধারী পুলিশ কাজ করছেন—হাইওয়ে পুলিশের ডিআইজি

মহাসড়কে ডাকাত সদস্যদের ধরতে সাদা পোশাকধারী পুলিশ কাজ করছেন---হাইওয়ে পুলিশের ডিআইজি

আলহাজ হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:: ডিআইজি (অপরাশেন উত্তর) হাইওয়ে পুলিশ ইমতিয়াজ আহমেদ বলেছেন, মহাসড়কে পরিবহনে ডাকাত সদস্য ও ছিনতাইকারীদের ধরতে সাদা পোশাকধারী পুলিশ সদস্য কাজ করছেন। ইতিমধ্যে অনেকটাই ডাকাতি কমে গেছে। মহাসড়কে কোনো রকম তিনচাকার অবৈধ যান যেন চলতে না পারে তার জন্য পুলিশের কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিবহণে ডাকাতির পাশাপাশি নারীদের শ্লীলতা করা এটা মনে হয় উদ্দেশ্যমূলক। তাই আইনশৃঙ্খলা বাহিনীদের আরোও সচেতন হতে আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নাওজোড় থানা প্রাঙ্গণে ঈদকে কেন্দ্র করে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন শামসুল আলম অতিরিক্ত (অপারেশন উত্তর) ডিআইজি হাইওয়ে পুলিশ, আ ক ম আখতারুজ্জামান বসুনিয়া পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি গাজীপুর, হুমায়ুন কবির খান বাংলাদেশ সড়ক ফেডারেশন সাধারণ সম্পাদক, রইছ উদ্দিন নাওজোড় থানার অফিসার ইনর্চাজ সহ শ্রমিক নেতা ও পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com