সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

মহাসড়কে অবৈধ মটরযান চলাচল বন্ধে অভিযান

নিলয় আহমেদ রাফি- স্টাফ রিপোর্টার : মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধে “গতি কমান জীবন বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অভিযান পরিচালনা করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।

এসময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চেয়ারম্যান (গ্রেড -১) নূর মুহাম্মাদ মজুমদার, হাইওয়ে এডিশনাল ডিআইজি মুস্তাফিজুর রহমান, সার্কেল এএসপি জাহিদুর রহমান, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ থানার ওসি অপারেশন তন্ময়, ভুলতা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ আলী আরশাফ মোল্লা, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক টিম লিডার রাকিব হাসান বাদল প্রমুখ।

এসময় মহাসড়কে অবৈধ চলাচলরত থ্রী-হুলারসহ উল্টো পথে চলাচলরত কয়েকটি মোটরসাইকেল আটক করেন। পরে তাদের মহাসড়কে অবৈধভাবে না চলার নির্দেশনা দিয়ে ছেড়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com