মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

মহান মে দিবসে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এর সোলার সিস্টেম বিতরণ

অনলাইন ডেস্ক ।।

গাজীপুরের জয়দেবপুর দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে একটি বয়োবৃদ্ধ অসহায় পরিবারকে বিনামূল্যে সোলার সিস্টেম স্থাপন ও হস্তান্তর করা হয়েছে। প্রচন্ড তাপদাহের কারনে বিদ্যুৎহীন এই অসহায় পরিবারের বয়োবৃদ্ধ দুজন মানুষের জন্য বুধবার (১লা মে) মহান মে (শ্রমিক) দিবস উপলক্ষে উক্ত পরিবারের মাঝে সোলার সিস্টেম ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ফলমুলের একটি উপহার প্যাকেট তুলে দেন বাংলাদেশ আরএমজি প্রফেশনালস্ এফএনএফ ফাউন্ডেশন এর বর্তমান সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা সবুজ ও আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতিনিধি জনাব মোঃ জুবায়ের।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ এফএনএফ ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মাহমুদুল হক, গনসংযোগ সম্পাদক জনাব শেখ সাবের আলি, সাহিত্য পাঠাগার সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান , মাহিন রেজা, মোবারক হোসেন, সৈয়দ মোহাম্মদ ইরফান সহ স্থানীয় বাসিন্দাগণ।

উল্লেখ্য, পূর্বেও বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, দারুল রহমান তাফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা টঙ্গীতে স্টিলের আলমারির ও বেঞ্চ বিতরণ, স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় একটি অসহায় পরিবারকে অটো রিকশা বিতরণ, শ্রীপুরে হাফিসা খাতুন তারতিলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ফ্যান বিতরণ, এয়াতিমদের সাথে ইফতার মাহফিল, বাগেরহাটের জেলার মোরেলগঞ্জ থানায় নেছাদিয়া আজারিয়া এতিমখানা মাদ্রাসায় বিশুদ্ধ পানি ফিল্টার ও টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে। প্রতি ঈদে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে থাকে উক্ত ফাউন্ডেশনটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com