সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের নবীন কুমার জিন্দাল ও নুপুর সর্মার কটুক্তি ও চরম অপমাননাকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
ইসলামি আন্দোলন শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি উপজেলার ইসলামি শাসনতন্ত্র কার্যালয়ে থেকে শুরু করে শ্রীনগর সদর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধন কারীরা নবীন কুমার জিন্দাল ও নুপুর সর্মার সর্বোচ্চ শাস্তির দাবী করেন।