রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

মহাকাশ থেকে পবিত্র কাবার জ্বলজ্বল আলো দেখে মুগ্ধ বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরের কক্ষপথ থেকে তোলা এক বিস্ময়কর ছবিতে জ্বলজ্বল করছে সৌদি আরবের পবিত্র মক্কা নগর। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিট তাঁর মহাকাশযান থেকে রাতের বেলায় তোলা সেই ছবি নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করলে তা সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

ছবিতে দেখা যায়, পাহাড়বেষ্টিত উপত্যকার মাঝখানে বিস্তৃত মক্কা নগরী উজ্জ্বল আলোয় আলোকিত। শহরের কেন্দ্রে সাদা রঙের একটি উজ্জ্বল আলোর বিন্দু যেন পুরো অন্ধকার আকাশমণ্ডলী ভেদ করে আলো ছড়াচ্ছে। সেটিই পবিত্র কাবা শরিফ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান যা মহাকাশ থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।

ডন পেটিট ছবিটি পোস্ট করে লিখেছেন, মহাকাশের অরবিট থেকে তোলা সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল অংশটি কাবা যা মহাকাশ থেকেও দেখা যায়।”

বিশেষজ্ঞদের মতে, মসজিদুল হারাম ও আশপাশের এলাকা ঘিরে লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইট ব্যবহারের ফলে রাতের বেলা মক্কার আলোকস্বল্পতা নষ্ট হয় না। ফলে মহাকাশ থেকেও শহরটি রাতের বুকে এক বিশাল আলোকিত চক্রের মতো দৃশ্যমান হয়।

ছবিটি প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে ধর্মপ্রাণ মানুষসহ সাধারণ ব্যবহারকারীরা বিস্ময় ও আবেগে ভেসে যান। অনেকে ডন পেটিটকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, মহাকাশ থেকে দেখা কাবার আলো যেন পৃথিবীর চিরন্তন আধ্যাত্মিক আলো।”

নভোচারী পেটিট শুধু নভোচারী নয়, একজন খ্যাতিমান ‘অ্যাস্ট্রো ফটোগ্রাফার’। মহাকাশ থেকে ছবি তোলার জটিলতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে শিল্পে রূপান্তর করার জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত। তার তোলা অন্যান্য বিখ্যাত ছবির মধ্যে রয়েছে মহাশূন্য থেকে পৃথিবীর নক্ষত্রপথ (স্টার ট্রেইল), বজ্রঝড়ের নাটকীয় চিত্র এবং উত্তর মেরুর অরোরা বোরিয়ালিসের মনোমুগ্ধকর দৃশ্য।

নাসার এই মনোমুগ্ধকর ছবি আবারও প্রমাণ করল মহাকাশ থেকেও আলাদা আভায় জ্বলজ্বল করে পবিত্র মক্কা, আর তার কেন্দ্রবিন্দু কাবা পৃথিবীর মানুষের মতোই মহাকাশচারীদেরও বিমোহিত করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com