মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ের পথে টিটু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ : শনিবার (৯ মার্চ) ময়মনসিংহে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এখনও ভোটগণনা চলছে। এরই মধ্যে ৬৯ কেন্দ্রের ফলাফল জানা গেছে।

৬৯টি কেন্দ্রে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ৬৫ হাজার ২৩০ ও সাদেকুল হক খান মিল্কি (হাতি) ১৫ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।

এবার এই সিটিতে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com