মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আমরা কোনো মবের শিকার হতে চাই না। শিক্ষক যাতে সম্মান পায় সেই পরিবেশ ফিরে পেতে চাই। দোহার উপজেলার ৬টি কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন সাধারণ শিক্ষকরা। উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এ সভার আয়োজন করা হয়।
জয়পাড়া কলেজ মিলনায়তনে শনিবার সকাল সাড়ে এগারটায় এ সভায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
সভায় শিক্ষকরা তাঁদের দীর্ঘদিনের কষ্ট ও ক্ষোভের কথা বলেন। তাঁদের সকলের প্রধান দাবি ছিলো কলেজ গুলোতে সুষ্ঠু পরিবেশ তৈরী করে শিক্ষকদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে হবে। কোনো শিক্ষক যাতে মবের শিকার না হয় এ বিষয়ে তাঁরা প্রতিশ্রুতি চান।
শিক্ষকরা বলেন, দলীয় রাজনীতির বলয় থেকে বেরিয়ে তারা শুধুই শিক্ষকতা করতে চান। বিগত দিনের অভিজ্ঞতা থেকে তাঁরা নিজেদের ভূলভ্রান্তি শিকার করে সত্যিকার মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে মানসিকতা পরিবর্তনের অঙ্গীকার করেন।
মবের শিকার হতে চাই না, দোহারে মতবিনিময় সভায় কলেজ শিক্ষকদের দাবি
মতবিনিময় সভায় প্রধান আলোচক খন্দকার আবু আশফাক বলেন, শিক্ষক সম্মানের পাত্র। তাঁদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। দোাহরের ৬ টি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষকের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হাতে দোহারের নতুন প্রজম্মের ভাগ্য নির্ধারণ। সেই দায়িত্বটাও আমাদের নিতে হবে। কারণ কলেজ থেকে একজন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হয়। তাঁদের মেধা বিকাশে আপনাদের গুরুত্ব অপরিসীম। তিনি প্রতিটি কলেজের ভালো ফলাফল প্রত্যাশা করেন।
আবু আশফাক বলেন, বিগত সময়ে কি হয়েছে সেটা আপনারা জানেন। শেখ হাসিনার ফ্যাসিবাদের খড়গ শুধু রাজনীতিবিদের উপরই ছিলো না। সত্য বলা ও ভিন্ন মতের সব পেশার মানুষের উপরই এটা করেছে। তবে যদি বিএনপি ক্ষমতায় যায় তবে দোহার নবাবগঞ্জের শিক্ষার আমূল পরিবর্তনে কাজ করবো। এছাড়া কোনো শিক্ষকই অন্যায় অবিচারের শিকার হবে না এই দায়িত্ব আমি নিলাম। আপনারা শুধু দায়িত্বশীলতার সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করুন।
এসময আরো উপস্থিত ছিলেন, কোঠাবাড়ী কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নাথ মন্ডল, জয়পাড়া কলেজের উপাধ্যক্ষ তাপস নন্দী, অধ্যাপক নাসরিন খানম, পদ্মা কলেজের প্রভাষক তারেক রাজীব, মেঘুলা মালিকান্দা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকিব ফারুকী, বেগম আয়শা পাইলট কলেজের শিক্ষক ভবতোষ সাহা প্রমুখ।