বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মেগচামী, ডুমাইন আড়পাড়া তিনটি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে নবনির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে নির্বাচিত তিনটি ইউনিয়ন পরিষদের সদষ্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, নবনির্বাচিত ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাব্বিারউদ্দিন শেখ প্রমুখ।
উল্লেখ্য, ২৭ জুলাই ২০২২ইং উপজেলার মেগচামী, ডুমাইন ও আড়পাড়া তিনটি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৭জন সাধারন সদস্য ও ৯জন সংরক্ষিত মহিলা সদস্য অনুষ্ঠানে শপথ গ্রহন করেন।