সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

মধুখালী প্রেসক্লাবের কমিটি গঠন

সামিয়া আফরিনঃ ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।শনিবার সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক বকুর সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কমিটিতে মো. রেজাউল হক বকু (দৈনিক কালের বাণী) কে সভাপতি এবং কাজল বসু (দৈনিক ভোরের রানার) কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

প্রবীণ ও নবীনের সমন্বয়ে ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২১-২০২২) মেয়াদে মধুখালী প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন উপদেষ্টামন্ডলী, ১১ জন সম্পাদকমন্ডলী এবং ৪ কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-এ্যাড. আলীউজ্জামান খোকন, (নাগরিক দাবি) এবং আব্দুর রাজ্জাক (সিএনএস২৪.কম) কে সহ-সভাপতি,

শাহজাহান হেলাল (দৈনিক মানবকন্ঠ) এবং মতিয়ার রহমান মিঞা (দৈনিক আজকের পত্রিকা) কে যুগ্ম সম্পাদক, মেহেদী হোসেন পলাশ (দৈনিক সকালের সময়) কে সাংগঠনিক সম্পাদক, সালেহীন সোয়াদ সাম্মী (দৈনিক নয়া শতাব্দী) কে অর্থ সম্পাদক, আক্কাস খান (মধুখালী সংবাদ)কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাগর চক্রবর্তী (দৈনিক সময়ের আলো) কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. মফিজুর রহমান মুবিন (চ্যানেল এস ) কে দপ্তর সম্পাদক । কার্যনির্বাহী সদস্যরা হলেন এসএম আবুল বাসার (দৈনিক ভোরের ডাক), স্বপ্না আফরিন (একুশের কণ্ঠ), মো: ইব্রাহিম মাসলতি (অনলাইন), মো. আনোয়ারুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com