বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

মধুখালী উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট পেশ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: কার্যকর জবাবদিহিমুলক স্থানীয় সরকার প্রকল্প এর আওতায় ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের ১ কোটি ৭২ লক্ষ ১৪০টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে।

সোমবার (২০ জুন) বেলা ১১টায় জেলা পরিষদ আধুনিক মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্থানীয় সরকার উপপরিচালক উপসচিব মোহাম্মদ আসলাম মোল্যা।

বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ফরিদপুর জেলা ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। ১ কোটি ৭২ লক্ষ ১৪০ টাকার ২০২২-২০২৩ অর্থবছরের উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট পেশ উপস্থাপন করেন উপজেলা নির্বাজহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।

বাজেট পেশ পরবর্তী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সুধিজন আলোচনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com