রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি : “সঞ্চয়ই অর্থনৈতিক সমৃদ্ধির সোপান” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মধুখালী উন্নয়ন সংস্থার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সরকারী আইনউদ্দিন কলেজ মিলনায়তনে সাধারন সভায় সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক সাধারন সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেন।
সংস্থার বার্ষিক আয় ব্যায়ের হিসাব উপাস্থাপন করেন সংস্থার সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার মো. আলমগীর হোসেন মিয়া। সাধারন সভায় বার্ষিক রিপোর্ট ও হিসাবের উপর সাধারন আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সংস্থার সদস্য মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মো. জহুরুল হক, হাজী মো. আব্দুল মালেক সিকদার, মো. গোলাম রব মোল্যা, মো. কাউয়ুমুজ্জামান বেঞ্জুসহ প্রমুখ।
২০১৪ খ্রিঃ মধুখালী বহুমুখি সমবায় সমিতি নামে প্রতিষ্ঠা হয়ে পরিচালিত হচ্ছিল। পূর্বের নাম পরিবর্তন করে মধুখালী উন্নয়ন সংস্থা নামে নতুন করে নাম করণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন নাম মধুখালী উন্নয়ন সংস্থা অনুমোদন দেওয়া হয়। আয় ব্যায়ের হিসাব তথ্য মতে সংস্থার মুল ধন অর্ধকোটি টাকা। কমিটির সময় সিমা উত্তির্ণ হওয়ায় সাধারন সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বহাল রেখে আগামী দুই বছরের দায়ীত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।