বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী সরকারী আইনউদ্দীন কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সরকারী আইনউদ্দীন কলেজ চত্বরে অধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, কলেজ প্রতিষ্ঠাতার কনিষ্ঠ পুত্র হাজী আঃ সালাম মিয়া, সহকারী অধ্যাপক প্রদীব কুমার সরকার, প্রভাষক বাশার সারোয়ার ও শিক্ষার্থী আফরিন জাহান মুন্নীসহ প্রমুখ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।