বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

মধুখালীর বাগাট ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ সালের বাজেট পেশ উপলক্ষে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাগাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খানের সভাপতিত্বে বাজেট পেশ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বি্বোস।

বাগাট ইউনিয়ন পরিষদের সচিব মো. ইকবাল হোসেনের সঞ্চলনায় বাজেট পেশ সভায় বিশেষ অতিথি ছিলেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মোল্যা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেব প্রসাদ রায়।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ২০২২-২০২৩ সালের জন্য ১ কোটি ২৩ লক্ষ ৩৬ হাজার ৯শত২১ টাকা আয় এবং ১ কোটি ২১ লক্ষ ৩১ হাজার ২শত ২১ টাকা ব্যয় দেখানো হয়েছে এবং উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৭শত টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com