বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

মধুখালীর গোপালদিতে বসলো পশুর হাট

সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদি গ্রামের শতবর্ষি এই জমজমাট হাটটি প্রশাসন বন্ধ করে দেয়ায় বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের রায় হাটের পক্ষে আসায় ৫ নভেম্বর (রোববার) থেকে গোপালদির পশুর হাটটি বসে।

হাট বন্ধের প্রতিবাদে বাজার কমিটি ও এলাকার মানুষ মানববন্ধন, সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। হাট কর্তৃপক্ষের দাবি বেশ কয়েকবার তারা হাট পরিচালনার জন্য আদালতের নির্দেশনা পেয়েছেন।

প্রশাসন থেকে বলা হয়েছে আদালতের নির্দেশনা তাদের কাছে স্পষ্ট নয়। দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে ৫ নভেম্বর ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী বাজারে পুনরায় চালু হয় পশুর হাট। সকাল থেকে এই হাটে শত শত গরু, ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু উঠতে শুরু করে। দুপুর বেলা জমে উঠে পশুর হাট। বেচাকেনাও হয় অনেক পশু।

বিক্রেতাদের সাথে কথা বলে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনতে এসেছে ব্যাপারীরা। গরু কিনে নিয়ে গিয়ে বিক্রি করা হবে দেশের বড় বড় শহর গুলোতে।

হাট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে সপ্তাহের প্রতি রোববার হাট বসে। গোপালদী পশুর হাঠে অন্যান্য হাটের চেয়ে অনেক সুবিধা বেশি, খাজনা কম।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো, হাটে কোন দালালের ঠাই নাই। এখন থেকে নিয়মিত এই হাট মিলতে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com