রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ৬২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
ফরিদপুর র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেন্সিডিলের একটি চালান নিয়ে প্রাইভেটকার যোগে মাগুরা-ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করে। এ সংবাদের ভিত্তিত্বে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার গভীর রাতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বোয়ালমারী-ভাটিয়াপাড়া সড়কের গ্রামীন ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে ৬২৮ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের মোঃ শফিকুল ইসলামের চেলে মাদক ব্যবসায়ী মিঠু (২৬) ও ফরিদপুরে সদরের কানাইপুর গ্রামের মৃত জলিল শেখের ছেলে মোঃ নুর ইসলাম (২০)।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৬২৮ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে ফেন্সিডিল সরবরাহ করে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।