মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতকালীন খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, সিনিয়র শিক্ষক উৎপল কুমার ভৌমিকসহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন। উপজেলার বিদ্যালয় ৪২টি, মাদরাসা-১২টি ও কারিগরি শিক্ষা-২টি নিয়ে মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দিন ব্যাপি শীতকালীন খেলায় অংশ গ্রহন করেন। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিগণ।