শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী ওমর ফারুক (৩১) নামে এক যুবক নিহত হন।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌর সভার মেছড়দিয়ার মোড় এলাকায় বনমালিদিয়া গ্রামে বাইসাইকেলে মহাসড়ক পার হওয়ার সময় মাগুরা দ্রুতগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী ওমর ফারুক (৩১)নামে এক যুবক নিহত হন। পিকআপ নম্বর ঢাকা মেট্রো-ঠ-১৩-৬০৬৯। ঘাতক পিকআপটি আটক করেছে পুলিশ।

নিহত ওমর ফারুক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গোয়ালবাবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নান হওলাদারের ছেলে। তিনি বনমালিদিয়া গ্রামের মোহাম্মাদ আলীর বাসায় ভারায় বসবাস করতেন। তিনি স্থানীয় বয়স্কদের কোরআন শিক্ষা দিতেন। একই স্থানে এর আগে কয়েকটি সড়ক দুর্ঘটনা ৩/৪জন প্রান হারিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com