বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ভুমি কর্মকর্তা নিহত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভুমি উপসহকারী ওবায়দুর রহমান (৪৫) নিহত হয়েছেন।

পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মরহুম আঃ সালাম মোল্যার ছেলে ওবায়দুর রহমান সালথা উপজেলার আটঘর ইউনিয়ন ভুমি উপসহকারী হিসেবে কর্মরত ছিলেন। বাড়ী থেকে তিনি অফিস করতেন। প্রতিদিনের ন্যায় ১৭ অক্টোবর (রোববার) অফিস শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহসড়কের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গোরস্থানের সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত কোন পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সড়কে অন্ধকারে বাইকসহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ এসএম তানভির ফারহান তাকে পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাসলিমা আক্তার, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসালাম মধুখালী সদর হাসপাল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারন এবং নিহতের পরিবারের খোজ খবর নেন। সোমাবার (১৮ অক্টোবর) ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরন করা হয়েছে। আছর বাদ ব্যাসদী হাজী আঃ গণী দাখিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে ব্যাসদী গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com