বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

মধুখালীতে স্কুল ছাত্রী তন্নী হত্যাকারীর ফাঁসীর দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী তন্নীকে অপহরণ করে হত্যাকান্ডের বিচারের দাবীতে মধুখালী মহিলা পরিষদের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

শনিবার (১৮ জুন) মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, ২ং রামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলখুশ আরা বেগম, ওয়ার্কার্স পার্টির নেতা আবু সাঈদ মিয়া, রইচুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেকুল আমিন, মহিলা পরিষদের সাধারন সম্পাদক শামছুন্নাহার নিহার, তন্নীর বাবা মো. জিল্লুর রহমান, মহিলা পরিষদের মিলি ইসলাম, শুক্লা ভৌমিক, ৮ম শ্রেণির ছাত্রী তন্নীর সহপাঠি লতা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, তন্নীকে গত ৬ জুন অপহরণের ৪দিন পর ১০ জুন গভীর রাতে মধুখালী থানা পুলিশ মোল্যাডাঙ্গী আফসার সেখের ছেলে সাব্বিরের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। এর পর ১২ জুন তন্নীর বাবা মো. জিল্লুর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণী/০৩)এর ৭/৩০ তৎসহ ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। ইচ্ছার বিরুদ্ধে অপহরণ ও উক্ত কাজে সহায়তা, হত্যা করিয়া হত্যার তথ্য অন্যখাতে প্রবাহিত করার অপরাধে মো. সাব্বির হোসেন, তার বাবা মো. আফসার সেখ, ভাই মো. শিহাব সেখ, মো. ছায়েম সেখ এবং মা সেলিনা বেগমের বিরুদ্ধে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বর্তমানে ঘাতক সাব্বির ও তার মা সেলিনা জেলহাজতে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com