সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারী ২০২৪খ্রিঃ সোমবারঃ ফরিদপুরের মধুখালীতে দুইটি ইরি ব্লোকের সেচ পাম্প চুরির সংবাদ পাওয়া গেছে।
মধুখালী থানার অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার নওপাড়া ইউনিয়নের দড়িবাজার আড়কান্দী গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ রাশিদুল হাসানের দড়িবাজার আড়কান্দী মাঠে দুটি ইরি ধানের ব্লোক চলমান আছে।
১৮ ফেব্রয়ারী ২০২৪খ্রিঃ রোববার রাতের যে কোন সময়ে দুটি সেচ পাম্পের মোটর চোরেরা চুরি করে নিয়ে যায়। একটি ৪ অন্যটি ৫ ঘোড়ার মোটর যার বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা বলে মোটর মালিকের দাবী । সেচ মৌসুমে মোটর চুরি হওয়ায় বিপাকে ব্লোক মালিক।