বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে শ্রদ্ধা এবং ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস ও ৫৮তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে সেমিনার ও কেক কাটা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি শামীম আরা, সরকারি আইনউদ্দীন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ছালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃ ওহাব ও মোঃ খুরশিদ আলম প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত বক্তিতা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
অপরদিকে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দোয়া ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সত্তার শেখ, সাধারন সম্পাদক খন্দর মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হেলাল প্রমূখ।
শেখ রাসেলসহ ১৯৭৫ সালের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আঃ সালাম মীর।