মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর রুপালী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রাদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় গাজনা পূর্ন চন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাজনা পূর্ন চন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওহাব মোল্যার সভাপতিত্বে মেধাবৃত্তি প্রাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেধাবৃত্তি প্রদান উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন বেলেশ্বর রুপালী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আজম নিলু, বেলেশ্বর রুপালী কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ মঞ্জুর রহমান মোল্যা, সাধারন সম্পাদক সুখেন মজুমদার, বেলেশ্বর রুপালী কল্যাণ সংস্থার সভাপতি তপন কুমার ভৌমিক ও গাজনা পূর্ন চন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিকসহ প্রমুখ।
গাজনা পূর্ন চন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর নির্বাচিত ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।