শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেল চাপায় মোঃ সিয়াম (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের শাহ হাবিব আলীম মাদ্রাসা এলাকায় শাহ-হাবিব আলিম মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী মোঃ সিয়াম (৮) সড়ক পারাপারের সময় মধুখালীগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ার পথে সে মুত্যুবরন করে। সিয়াম উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের মোঃ দাউদ মোল্যার ছেলে। সিয়াম পরিবারের সাথে মধুখালী পৌরসভার পরক্ষিতপুর গ্রামে বসবাস করতেন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, বাচ্চাটির মৃত্যুর সংবাদ পেয়েছি। এখন পর্যন্ত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।