সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি : রোববার (১৮ ফেব্রুয়ারী) ফরিদপুরের মধুখালীতে ১৫দিন যাবৎ ১১ বছরের এক বালক নিখোঁজ হয়েছে। তার নাম মোঃ আব্দুল্লাহ আল মামুন (১১)। ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের মোঃ জালাল শেখের ছেলে আব্দুল্লাহ।
নিখোঁজ বালকের মামা মোঃ জসিম শেখ জানান,আমার ভাগ্নে আমাদের বাড়ি মধুখালীতে থেকে মাদ্রাসাতে লেখা পড়া করে। গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)২০২৪ তারিখে সন্ধায় ওদের নিজ বাড়ি বোয়ালমারি থেকে বেরিয়ে গিয়ে তার ভাগ্নে আর ফিরে আসেনি। বিভিন্ন আত্বীয় স্বজন এর বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
তাকে না পেয়ে আমার বোন নার্গিস বেগম বোয়ালমারি থানায় গত ১৪/২/২৪ তারিখে জিডি করেছে। জিডি নং ৫৩৭। তার গায়ের রং ফর্সা,পরনে ছিল কালো টাউজার ও শিতের জ্যাকেট। ছেলেটির খোঁজ পাওয়া মাত্রই তার বাবার মোবাইল নম্বরে (০১৮৭৭৩৮৫৩২৭ অথবা ০১৯২৪৪৮৮৪৯৪) যোগাযোগ করতে অনুরোধ রইল।