মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি : ১৬ ডিসেম্বর শনিবার ২০২৩খ্রিঃ: ফরিদপুরের মধুখালীতে সারা দেশের ন্যায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার সকাল ৬.৩৪টায় ৩১বার তোপরধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয় । সকাল পৌনে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থা ভবন চত্বরে’ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে আওয়ামীলীগের উপজেলা নেতৃবৃন্দ।
সকাল সোয়া ৮টায় উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মধুখালী থানা,সংসদ সদস্যের প্রতিনিধি দল,মধুখালী পৌসভা,সরকারী আইনউদ্দিন কলেজ,আখচাষী মহিলা ডিগ্রী কলেজ ও মধুখালী পাইলটউচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি পরবর্তি মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু ,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিরাজ হোসেন প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উপজেলা আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনায় বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম, শেখ আঃ ওহাব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন,রায়পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কন্ডার মোঃ আলীমুজ্জামান মিষ্টার ও গাজনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডর মোঃ শাহজাহান মোল্যাসহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্ততব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মতকর্তা কল্লোল সাহা ।