মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদার, মেডিকেল অফিসার ডাঃ মুনিম হোসেন ও মেডিকেল টেকনেশিয়ান সুজাতা দাসসহ প্রমুখ। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সীদের উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ২১৭টি কেন্দ্রে একযোগে ৩২ হাজার ৮শ শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ান হবে।