বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মধুবন শপিংমল এলাকায় শেষ হয়।
র্যালী পরবর্তী মধুবন শপিংমলের ৩য় তলায় মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে এবং সঞ্জীব রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, আড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মধুখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্যা, সহসভাপতি মৃধা আঃ রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা আঃ হান্নান মোল্যা, বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফুজ্জামান ইলিয়াস, হাজী আবদুল মালেক সিকদার, আবুল কাশেম দুলাল, বাগট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাসসহ প্রমুখ।