বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

মধুখালীতে বিকাশ চক্রের ৩ প্রতারক আটক

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে মোবাইল বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ অক্টোবর) গভীর রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার ডুমাইন গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রবিউল ইসলাম পাপ্পু (২৩), চিত্র রঞ্জন মালোর ছেলে চন্দন মালো (২৯) এবং মাগুরা জেলা সদরের পারনান্দুয়ালী গ্রামের কাদের আল নবীর ছেলে মোঃ জাকারিয়া ইসলাম অন্তর (২৬)। এ সময় আটককৃতদের কাছ থেকে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করত। রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্টফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com