মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সামাদ খান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মঙ্গলবার (২ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে ২১১ ফরিদপুর-১ মধুখালী.বোয়ালমারী ও আলফাডাঙ্গা আসনে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী জ্বরে কাপছে মধুখালী উপজেলার ভোটারগণ। পছন্দের প্রার্থীদের নিয়ে চলছে জয়ের আশা আর হিসেব।
ফরিদপুর-১ আসন ৩টি উপজেলা নিয়ে গঠিত। সংসদীয় আসনের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হওয়ার সুবাধে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য মোঃ আব্দুর রহমানের নৌকা প্রতীকে লেগেছে জয়ী নির্বাচনী হাওয়া সৃষ্টি হয়েছে গণজোয়ার।
উপজেলা আওয়ামীলীগ কোমর বেধে নেমে পডেছেন নির্বাচনী প্রচারে।যে কারনে সৃষ্টি হয়েছে গণজোয়ার। ইতোমধ্যে গণজোয়ারের দৃর্শ্যমান হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবানে নির্বাচনী গণমিছিলের ডাক দিলে এতে হাজার হাজার নৌকা প্রেমি নেতা-কর্মি সাধারন মানুষ যোগদেন। মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণমিছিলে জমায়েত হয়ে ঢাকা-খুলনা মহসড়ক প্রদক্ষিণ কালে মহাসড়কের উভায় পাশে ঘন্টা ব্যাপি যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।
ভোটার ও নেতাকৃর্মিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী কমিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক এতে যোগ দিচ্ছেন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতারা। কর্মি ও সমর্থকেরা হচ্ছেন চাঙ্গা,সৃষ্টি হচ্ছে গণজোয়ারের।
ফরিদপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে ৪ জন এবং স্বতন্ত্র হয়ে ১জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনিত প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য মোঃ আব্দুর রহমান,বাংলদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মাদ আবু জাফর, জাতীয় পার্টির আক্তার খান,বাংলাদেশ সুপ্রিম পার্টিার মোঃ নুরুল ইসলাম সিকদার ও স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন মোঃ আরিফুর রহমান দোলন।
প্রচার প্রচারনায় এবং ভোটে এগিয়ে আছেন আওয়ামীলীগের মোঃ আব্দুর রহমান,স্বরন্ত্র প্রার্থীও টাকার ছড়াছড়ি করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বাংলদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মাদ আবু জাফর নিজের মত করে প্রচারনা করছেন নেতা কর্মিদের নিয়ে।
জাতীয় পার্টির আক্তার খানের প্রচারনা কেবল দুপুর ২টার পর মাইকেই সিমাদ্ধ অপর প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টিার মোঃ নুরুল ইসলাম সিকদারে প্রচার এখন পর্যন্ত নজরে আসে নাই। এবার ফরিদপুর-১ আসনের ভোটার সংখ্যা মধুখালী উপজেলায় ১ লক্ষ ৭৫ হাজার ১শ ১জন,পুরুষ-৮৮হাজার ৬শ ৩জন,মহিলা ৮৬ হাজার ৪শ ৯৮জন। বোয়ালমারী উপজেলায় ২ লক্ষ ৪ হাজার ৮শ ৩৫ জন , পুরুষ-১লক্ষ ৪ হাজার ৮শ ৩৫ জন,মহিলা-৯৯ হাজার ৮শ ৬৩জন, আলফাডাঙ্গা উপজেলায় ৯৮ হাজার ১শ ৮২জন, পুরুষ-৪৯ হাজার ৫শ ৪৬ জন ও মহিলা ৪৮ হাজার ৬শ ৩৬জন। এখন কে শেষ বিজয়ী হাসি হাসবেন আর সে জন্য অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারী রাত পর্যন্ত। নৌকার সমর্থকদের দাবী তারাই হাসবেন বিজয়ের শেষ হাসি।