বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

মধুখালীতে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন সদ্য যোগদান কৃত সহকারী পুলিশ সুপার(মধুখালী সার্কেল)মোঃ মিজানুর রহমান।

শানিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মধুখালী থানা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের মধুখালী প্রতিনিধি শাহজাহান হেলাল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় সভায় যোগদেন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন দৈনিক আজকের পত্রিকার মধুখালী প্রতিনিধি ও মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মতিয়ার রহমান মিঞা,সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের মধুখালী প্রতিনিধি মেহেদী হোসেন পলাশ, অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি সালেহীন সোয়াদ সাম্মী, এশিয়ান টেলিভিশন মধুখালী প্রতিনিধি মোঃ রমজান আলী বিশ্বাস, সাংবাদিক আক্কাস খান, দৈনিক সবুজ নিশান উপজেলা প্রতিনিধি মোঃ সজিব মোল্যা, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি মোঃ ইদ্রিস আলী, দৈনিক বাঙ্গালী সময়ের উপজেলা প্রতিনিধি সুজল খান, সাংবাদিক পার্থ রায়, হৃদয় শীল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। মধুখালী থানার পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকউল আলম উপস্থিত ছিলেন।

সভায় নবাগত সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল(মধুখালী,বোয়ালমারী ও আলফাডাঙ্গা) বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন, তাই সাংবাদিকদের সহযোগীতা চেয়ে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে এক সাথে কাজ করার আশা প্রকাশ করেন। সকল ক্ষেত্রে পুলিশের সহায়তা সার্বক্ষণিক থাকবে বলে আশা রাখেন তিনি। বরিশাল জেলায় জন্মগ্রহণ কারী এ চৌকশ পুলিশ অফিসার ১৯৯০ সালে ২৭ মার্চ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এ বছরের ৩ আগস্ট তিনি ফরিদপুর জেলায় যোগদান করেন। তিনি পূর্বে মধুখালী থানাতে পরিদর্শক হিসেবে দায়ীত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com