শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

মধুখালীতে দোকানে হামলা ভাংচুর লুটপাট আহত ১

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর মধুখালী উপজেলা থানার সামনে ওমর আলী সড়কের সাইডে মা বস্ত্রালয় নামে কাপড়ের দোকান হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানটির ভাংচুরে লুটপাটের তান্ডব চালায়।

স্থানীয় সূত্র জানায় গত ২২ ফেব্রুয়ারী মোহাম্মদ আলী বেপারী নিজ বাড়ি হতে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় সুব্রত বিশ্বাসের বিল্ডিয়য়ের কাজ করা মিস্ত্রিরা পথের উপর রাখা বালু সিমেন্ট মিস্রিত মসলার উপর পারা দিয়া যাওয়ার সময় মিস্ত্রিরা অকথ্য ভাষায় গালি-গালাজ করে। মোহাম্ম্দ আলী তাদের কে গালি-গালাজ করতে নিষেধ করলে সন্ত্রসীরা লোহার রড কাঠের বাটাম দিয়ে মোহাম্মদ আলী কে এলোপাথারী ভাবে মারপিট করে তার কাছে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা জন্য গত ২৩ ফেব্রুয়ারী বসার কথা থাকলেও সন্ত্রসীরা উপস্থিত না আবারও সময় নেয়।

পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারী স্থানীয় ভাবে মিমাংসা জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপোষ মিমাংসার কথা হয়। কিন্তু সন্ত্রসীরা শালিসে না বসে সন্ত্রাসী মধুখালী উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আবু শেখ এর ছেলে মোঃ লিটন শেখ ও খোদাবাসপুর গ্রামের মৃত মোসলেম মন্ডলের ছেলে মোঃ কামাল মন্ডল (৫৫) সহ ৩০/৩৫ জন আমাকে মারধর করে আমার দোকানের ক্যাশ বাক্সে থেকে ৩৫ হাজার টাকা টাকাসহ ১লাখ টাকার কাপড় চোপড় লুটপাট করে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ে করা হয়েছে। মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান আভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com