বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

মধুখালীতে তক্ষক উদ্ধার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধ:: ফরিদপুরের মধুখালীতে কতিথ কোটি টাকার তক্ষক উদ্বার করেছে র‌্যাব।

মধুখালী থানা সুত্রে জানা গেছে, ৫ জুলাই গভীর রাতে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে হানিফ বিশ্বাসের বাড়ীতে অভিযান চালিয়ে তক্ষকসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার খালকুলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে মোঃ ওয়াজেদ সরদার (৬৫) ও মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামের ওহেদ বিশ্বাসের ছেলে হানিফ বিশ্বাস। র‌্যাব-৮ ২০১২ সালের বন্যপ্রাণী আইনে তাদের আটক করে মধুখালী থানায় সপর্দ করে। ৬ জুলাই বেলা ১১টায় আটককৃতদের মুচলিকায় নিজ জিম্বায় ছেড়ে দেওয়া হয়। তক্ষকটি ফরিদপুর চিনিকল জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। তক্ষকটি প্রায় ১৫ ইঞ্চি লম্বা। এটি গিটগিটি প্রজাতির। পৃথিবীতে প্রায় ৬শ প্রজাতির তক্ষক আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com