বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)। নিহত তিন তরুণ বাগাট ইউনিয়নের বাগাট বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। তারা পরস্পর বন্ধু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়েছিল। কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরামুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা। এলাকাবাসী ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত তিনজন পরস্পর বন্ধু। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, রাতে হাসপাতালে পৌছে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।
হাইওয়ে পুলিশের করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতদের নামে নিয়মিত মামলা হয়েছে।