শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে নিম্নআয়ের পরিবারের মধ্যে সাশ্রয়ী মুল্যে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলা আধুনিক মিলনায়তনে টিটিবির পণ্য বিতরন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,কাউন্সিলর মোঃ আনিসুর রহমান লিটনসহ কাউন্সিলরগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী জানান, ২টি কিস্তিতে টিটিবির পণ্য বিতরন করা হবে ২০মার্চ থেকে ৩০মার্চ এবং ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। মধুখালী পৌর সভার ৩টি ভেনুতে ২ হাজার ৪শ ৩১ এবং উপজেলার কোরকদি ইউনিয়নে ৩৫৫টি পরিবারে মধ্যে ২ কেজি চিনি, ২ লিটার তেল এবং ২ কেজি মুশুর ডাল ৪৬০টাকার বিনিময়ে প্যাকেজ বিতরণ করা হচ্ছে।