মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

মধুখালীতে জেলা প্রশাসকের নির্বাচনী আচরণ বিধিও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সামাদ খান, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ২০ ডিসেম্বর বুধবার দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগীতায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান( মধুখালী সার্কেল), সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীম আরা, মধুখালী নির্বাচন কর্মকর্তা মনজুর আলম প্রমূখ।

সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদ,এ্যাড.গোলাম মনসুর নান্নু, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া ,ওয়ালিদ হাসান মামুন সাংবাদিক শাহজাহান হেলাল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com