বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

মধুখালীতে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আজমল

সামাদ খান, ফরিদপুর প্রতিনিধিঃ ২৫ নভেম্বর শনিবার ফরিদপুরের মধুখালীতে জমি সংক্রান্ত পূর্ব রেশারেশির জের ধরে পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি পার্শ্ববর্তি প্রতিবেশির নিকট বিক্রয় করায় প্রতিপক্ষ হামলা করে কৃষি শ্রমিক আজমলকে মারপিট করে গুরুতর আহত করার সংবাদ পাওয়া গেছে।

আজমলের স্ত্রী স্বপ্না বেগমের থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মোঃ আরব আলী মোল্যার ছেলে মোঃ আজমল মোল্যা পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি প্রতিবেশীর কাছে বিক্রয় করায় অন্য প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিপক্ষ মোঃ অনিক মোল্যা, মোঃ আলভী মোল্যা,মোঃ মাঈন মোল্যা, মোঃ হাফিজ মোল্যা, মোঃ রেজাউল মোল্যা, মোঃ আব্দুল্লাহ আজমলের ঘরে প্রবেশ করে তাকে বেদম মারপিট করে টেনেহিচড়ে জানালাদিয়ে ঘরে বাইরে নিয়ে আসে।

এতে সে গুরুরতর আহত হন। প্রতিবেশীরা ঠেকাতে আসলে গুরুতর আহত অবস্থায় আজমলকে ফেলে রেখে চলে য়ায়। পরিবারের সদস্যরা রাতেই আহত আজমলকে চিকিৎসার জন্য মধুখালী সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিয়য়ে মধুখালী থানার এসআই মোঃ মাসুদ রানার কাছে তার মোবাইলে জানতে চাইলে, তিনি জানান সরজমিনে গিয়েছি তদন্ত করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com