শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের মধুখালীতে ঘরে আগুন লেগে এক সদ্য বিধবা নারীর স্বপ্ন পুড়ে ছাই হয়েছে।
স্থানীয়, পারিবারিক ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে শনিবার (২৩ মার্চ) উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছোলিয়া গ্রামের মৃত লাভলু মৃধার বাড়ীতে বিদ্যুৎতের শর্টসার্কিট হয়ে রাত ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়।
এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক জানান। সদ্য বিধবা লাভলু মৃধার স্ত্রী মনিরা বেগম(৩৫) জানান ঘরে নগদ ৪০ হাজার টাকা ব্যবসায়ী ঈদ উপলক্ষ্যে প্রায় ৬০হাজার টাকার কাপড় ঘরে রক্ষিত মালামাল পুরে যায়।
দেশি প্রজাতির একটি গর্ভবতী গাভী, একটি গর্ভবতী ছাগল আগুনে পুড়ে আহত হয় যা জীবিত থাকলেও বাঁচার সম্ভবনা কম। ঈদকে সামনে নিয়ে ৬০ হাজার টাকার কাপড় কিনে লাভের যে স্বপ্ন দেখছিলেন সেটা আগুনে পুড়ে ছাই হয়েছে।
তিনি আরো জানান, সাথে যে কাপড় ছিল সেটাই কেবল ভরসা। ছোট দুটি ছেলেমেয়ে নিয়ে একবার খাবো সে রকম কোন ব্যবস্থা নাই। কি করে বাচ্চাদের নিয়ে বাচবো সে রকম কোন ভরসা নাই এক আল্লাহ ছাড়া।
মধুখালী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে দুর্গম পল্লীর সে বাড়ী পৌছাতে সময় লেগে যায়। ততক্ষনে সব আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।
এ বিয়য়ে উপজেলা ফায়ার স্টেশন ইনচার্জ রাশেদুল আলম জানান সংবাদ পাওয়ার পর দুর্গম পল্লী হওয়ায় আমাদের পৌছাতে সময় লেগে যায় । তার অপুরনীয় ক্ষতি হয়েছে। রাতেই ক্ষতিগ্রস্থ বাড়ীটি পরিদর্শন করেন নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সদ্য নির্বাচিত সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. মুরাদ শেখ ও বিশিষ্ট সমাজ হিতৈষী মো. এমদাদুল হক।