শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে গরু ও ট্রাকসহ ২ চোরকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানার প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারী (বৃহস্পতিবার) গভির রাতে উপজেলার কোরকদি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের শহিদ খানের বাড়ীর গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে চোরেরা একটি ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে টহল রত একটি দলের সন্দেহ হলে গরুর ট্রাকটি ধাওয়া করে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের দীঘলিয়া বাসস্ট্র্যান্ডের গতীরোধ করে দুটি গরুসহ ট্রাক এবং চোরদের আকট করেন। আটক কৃত চোরেরা হলেন- নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল গ্রামের মো. আহার আলী সরদারের ছেলে হাফিজুল ইসলাম (৩৮) ও আশরাফ আলীর ছেলে হৃদয় (২০)। এ বিষয় ৪ জানুয়ারী (শুক্রবার) রাতে মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
উল্লেখ্য, গত ৩ মাসে মধুখালী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৪৩টি গরু চুরির ঘটনা ঘটেছে।