সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের ২০২৪-এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের ক্লাস রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শাহজাহান হেলাল, সদস্য মোঃ আসাদুর রহমান ফুয়াদ, মোঃ হাকিম শেখ, পরীক্ষাথীদের মধ্যে রাব্বি ও জিনি আক্তার।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ফরিদুল ইসলাম।