বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

মধুখালীতে উপজেলা আ.লীগের হরতাল বিরোধী সমাবেশ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর হামিদের সভাপতিত্বে ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ ভবন চত্বরে সমাবেশে বিএনপির নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে সাংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া,সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচুসহ প্রমুখ।

সমাবেশস্থল থেকে সমাবেশ পরবর্তি ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মধুখালীতে হরতালের তেমন কোন প্রভাব পড়েনি। লোকাল বাসসহ যান চলাচল ছিল সাভাবিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com