শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

মধুখালীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামী আটক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে শুক্রবার সন্ধায় র‌্যাব-৮ অভিযান পরিচালনা করে ১৯৮পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামলার আসামী আরমান শেখকে আটক করেছে। আরমান একজন মাদক ব্যবসায়ী।

সে উপজেলার নওযাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামের রাজু শেখের ছেলে মো. আরমান শেখ (৩২)।

র‌্যাব-৮ ক্যাম্পের ডিএডি মো. আবুল বাশার জানান, ২১ জানুয়ারি সন্ধায় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কুড়ানীয়ারচর গ্রামে নওয়াপাড়া বাজারে আশিকুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মো. আরমান শেখকে ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়। উদ্ধারকৃত মালামালসহ শুক্রবার রাতে আটক আরমানকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, আরমান শেখ ২০১৪ সালের ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামলার আসামী। সে জামিনে আছে। দীর্ঘদিন যাবৎ সে জেলে থেকে জামিনে এসে মাদক ব্যবসায় সক্রিয় হয়। রাজন হত্যা মামলাটি এখন স্বাক্ষী চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com